IELTS ব্যান্ড স্কোর পদ্ধতি


IELTS ব্যান্ড স্কোর কি?

আই.ই.এল.টি.এস পরীক্ষায় মোট ৪ টি সেকশন।

১। রিডিং
২। রাইটিং
৩। লিসেনিং
৪। স্পিকিং
 
IELTS এর মার্কিং অথবা গ্রেডিং সিস্টেম কে বলা হয় ব্যান্ড স্কোর। IELTS এর প্রতিটি সেকশনের (রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং) পরীক্ষার মার্কিং কে গণনা করা হবে ০ থেকে ৯ ব্যান্ড স্কোর দিয়ে। এই চারটা সেকশনের আলাদা আলাদা ব্যান্ড স্কোর যোগ করে চার দিয়ে ভাগ করে অর্থাৎ গড় করে IELTS এর ফাইনাল ব্যান্ড স্কোর বের করা হয় ।

কিভাবে IELTS এর গ্রেডিং অথবা ব্যান্ড স্কোর করা হয়?




আই ই এল টি এস রিডিং এর ব্যান্ড স্কোর
IELTS রিডিং এ মোট তিনটি সেকশন থাকে, প্রতিটা সেকশনে একটা করে রিডিং প্যাসেজ থাকে আর এই রিডিং প্যাসেজ এর প্রত্যেকটি তে ১৩/১৪ টা করে মোট ৪০ টা প্রশ্ন থাকে। এই চল্লিশটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১ ঘন্টা সময় থাকবে।
এখানে মার্কিং সিস্টেমটা একটু আপনার কাছে হজবরল লাগতে পারে তবে নিচের ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন।






আই ই এল টি এস লিসেনিং এর ব্যান্ড স্কোর
লিসেনিং এ ও চল্লিশটা প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৩০ মিনিট। মার্কিং সিস্টেমটা বোঝার জন্য নিচের চার্ট টা দেখুন।







আই ই এল টি এস রাইটিং এর ব্যান্ড স্কোর
IELTS রাইটিং এ দুটি রাইটিং টাস্ক থাকবে। প্রথমটির জন্য ২০ মিনিট এবং পরের টির জন্য ৪০ মিনিট করে মোট ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা সময় থাকবে।


টাস্ক ১ঃ
টাস্ক ১ এ একটা পাই চার্ট অথবা একটা গ্রাফ দেওয়া থাকবে, আপনাকে বলা হবে এইটা ডেস্ক্রাইব করতে। ধরুন চারটি দেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে আপনাকে একটা গ্রাফিকাল চার্ট দেওয়া হবে, আপনি এই চার্ট এর তথ্য গুলোকে নিজের মত করে লিখে এক্সপ্রেস করবেন। একটা দেশের সাথে আরেকটা দেশের অর্থনীতির পরিবর্তন গুলোকে তুলনা করবেন। কোন দেশের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী সেটা লিখবেন কোনটা এদের মধ্যে সবচেয়ে দুর্বল সেটাও লিখবেন ।
ওয়ার্ড লিমিট ১৫০
সময় ২০ মিনিট


টাস্ক ২ঃ
টাস্ক ২ এ একটা বিষয়ের উপর আর্গুমেন্ট অথবা ওপিনিয়ন বেসড রাইটিং লিখতে হবে। ধরুন আপনাকে বলা হলো যে:


কিছু মানুষ মনে করেন শিশুদের সমাজের একজন ভালো মানুষ হয়ে ওঠার পিছনে বাবা-মা'র অবদান সবচেয়ে বেশি আবার কিছু মানুষ মনে করেন এই ক্ষেত্রে স্কুলের অবদান সবচেয়ে বেশি। এই দুইটা মতাদর্শ নিয়ে আলোচনা করুন এবং আপনার মতামত দিন।
ওয়ার্ড লিমিট ২৫০
সময় ৪০ মিনিট
আই.ই.এল.টি.এস এ টাস্ক ২ এর গুরুত্ব অনেক বেশি।মার্কিং এর ক্ষেত্রে দ্বিগুন বেশি গুরুত্ব বহন করে টাস্ক ২। (কারণ টাস্ক ২ তে আপনার ভাষাগত দক্ষতার প্রয়োজন কিছুটা বেশি হবে)। দেখুন কতটুকু গুরুত্বপূর্ণ টাস্ক ২, হিসাব টা করা হবে এইভাবে:


(টাস্ক ১ এর মার্ক + ২*(টাস্ক ২ এর মার্ক)) / ৩ = ফলাফল


অর্থাৎ আপনি যদি টাস্ক ১ এ ৬ পান আর টাস্ক ২ এ ৮ পান তাহলে। হিসাব টা হবে এইভাবে:


((৬ + ৮*২)) / ৩ = ফলাফল
(৬ + ১৬) / ৩ = ফলাফল
২২ / ৩ = ৭.৩


আপনার ব্যান্ড স্কোর হবে ৭.৫


এখন ধরুন আপনি উল্টাটা পেলেন, অর্থাৎ টাস্ক ১ এ পেলেন ৮ আর টাস্ক ২ তে পেলেন ৬। তাহলে আপনার হিসাব টা কিভাবে হবে চলুন দেখি:


((৮ + ৬*২)) / ৩ = ফলাফল
(৮ + ১২) / ৩ = ফলাফল
২০ / ৩ = ৬.৬


আপনার ব্যান্ড স্কোর হবে ৬.৫


আপনি কিন্তু সাধারণ হিসেবে দুইটা টাস্কে'ই সমান স্কোর পেলেন কিন্তু এই হিসাবের চক্করে আপনার ব্যান্ড স্কোর এর তফাৎ হয়েছে ১। যেটা অনেক বেশি। তাই টাস্ক ২ তে সময় ও গুরুত্ব দুইটা ই বেশি দেওয়া উচিত।


যাই হোক, এই হিসাবটা যদি আপনার কাছে হিজিবিজি লাগে তাহলে ইগনোর করুন। এইটা না বুঝলেও চলবে।




আই ই এল টি এস স্পিকিং এর ব্যান্ড স্কোর
আইইএলটিএস স্পিকিং পরীক্ষাায় তিনটা পার্ট থাকে।


পার্ট ১:
পার্ট ১ হচ্ছে One Way কমিউনিকেশন। অর্থাৎ আপনি বলবেন আর এক্সামিনার শুধু শুনে যাবেন, কথার মাঝখানে প্রশ্ন করবেন না।
আপনি এবং এক্সামিনার একে অপরের সাথে পরিচিত হবেন। এরপর আপনাকে নিজের সম্পর্কে কিছু কোশ্চেন করা হবে। যেমন: আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার হবি কি ইত্যাদি ইত্যাদি। এই পার্ট টা শেষ হতে মোট ৪-৫ মিনিটের মত সময় লাগবে।
মোট কথা এই পার্ট এ আপনি আপনার নিজের ব্যাপারে কথা বলবেন এই আর কি।


পার্ট ২:
পার্ট ২ ও One Way কমিউনিকেশন।
এই পার্ট এ আপনাকে একটি টাস্ক কার্ড দেওয়া হবে। অর্থাৎ একটি ছোট কার্ড এর মধ্যে একটা টপিক লিখে আপনাকে দেওয়া হবে যেটার উপর আপনাকে ১ থেকে ২ মিনিট কথা বলতে হবে। আর আপনি এটা শুরু করার আগে ১ মিনিট সময় পাবেন এই টপিক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখতে। (এর জন্য আপনাকে ওখান থেকে একটা পেপার এবং পেন্সিল দেওয়া হবে তখন) যাতে আপনি বলার সময় এই পয়েন্ট গুলো দেখে দেখে বলতে পারেন। এরফলে আপনি কথা বলার সময় ধারাবাহিকভাবে বলে যেতে পারবেন। কথার মাঝখানে কি নিয়ে কথা বলবেন এইটার জন্য আর ভাবতে হবেনা।
আপনার এই ১-২ মিনিট কথার মাঝখানে এক্সামিনার কিছু বলবে না। এরপর আপনার বলা শেষ হলে এক্সামিনার আপনাকে ওই টপিক রিলেটেড ১টা-২টা ছোট কোশ্চেন করে শেষ করে দিবেন।


পার্ট ৩:
তাহলে আপনি এতক্ষণ নিজেই বলে গেলেন আর এক্সামিনার দুই একটা শুধু প্রশ্ন করেছিল মাঝখানে। অর্থাৎ পার্ট ১ আর পার্ট ২ ছিল One Way কমিউনিকেশন। পার্ট ৩ হচ্ছে Two Way কমিউনিকেশন। অর্থাৎ এখানে হবে ডিসকাশন। এক্সামিনার ও বলবেন আপনিও বলবেন। পার্ট ২ এর টপিক এর সাথে রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে এক্সামিনার আপনার সাথে আলোচনা করবেন। এই ডিসকাশন ৪-৫ মিনিট ধরে চলবে। এরপর শেষ 😍


এখানে প্রত্যেকটা পার্ট আগের পার্টের চেয়ে বেশি গুরুত্ব বহন করে।


এখানে আপনার স্পিকিং তারা যাচাই করে আপনাকে কিছু জিনিসের উপর ভিত্তি করে মার্কিং করা হবে। সেগুলো হচ্ছে:


১. আপনি কতটা ইফেকটিভলি কমিউনিকেট করতে পারেন।
২. আপনি ধারাবাহিকভাবে এবং কথার সঙ্গতি রেখে বলে যেতে পারেন কিনা।
৩. আপনি সঠিক শব্দ ব্যবহার করছেন কিনা।
৪. আপনার গ্রামার ঠিক আছে কিনা।
৫. আপনার উচ্চারণ কতটা ভালো।



আই ই এল টি এস এর ওভারঅল ব্যান্ড স্কোর


IELTS এর ওভারঅল ব্যান্ড স্কোর টি পূর্ন সংখ্যায় অথবা পয়েন্ট ৫ এর ইনক্রিমেন্ট এ হয়ে থাকে ।
যেমনঃআপনি ওভারঅল ব্যান্ড স্কোর ৬, ৭ অথবা ৮ পেতে পারেন আবার ৬.৫, ৭.৫ অথবা ৮.৫ ও পেতে পারেন।
আপনার ফাইনাল ব্যান্ড স্কোর যেভাবে কাউন্ট করা হয়, তা হচ্ছে: আপনার ৪ টা সেকশনের ব্যান্ড স্কোর কে যোগ করে যোগফল কে ৪ দিয়ে ভাগ করে। অর্থাৎ গড় করে।

নিচের এই ছবিটি তে একটা উদাহরণ দেওয়া হলো।



কিন্তু গড় করার পর যদি আপনার ব্যান্ড স্কোর ধরুন ৭ . ১২৫ হলো তখন কি হবে? বলছি 😊



১. যদি আপনার ওভারঅল ব্যান্ড স্কোর ৭.২৫ হয়, তাহলে আপনার স্কোর টাকে ৭.৫ করে দেওয়া হবে।


২. যদি আপনার ওভারঅল ব্যান্ড স্কোর ৭.৭৫ হয়, তাহলে আপনার স্কোর টাকে ৮ করে দেওয়া হবে।


৩. যদি আপনার ওভারঅল ব্যান্ড স্কোর ৭.১ হয়, তাহলে আপনার স্কোর টাকে ৭ এ নামিয়ে দেওয়া হবে।


৪. আপনার স্কোর টা কে তারা রাউন্ড ফিগারে করে দিবে, আপনার স্কোরটা পয়েন্ট ৫ অথবা একটা পূর্ণ সংখ্যা হতে বাড়ালে অথবা কমালে যেদিক থেকে কাছে হয় সেটা করে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post