শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 





উইকিপিডিয়া হতে সংগৃহিত 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাবিপ্রবি
বিশ্ববিদ্যালয়ের লোগো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো
নীতিবাক্যঅর্জন, চর্চা, সৃষ্টি
ধরনগবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২৫ আগস্ট ১৯৮৬; ৩৭ বছর আগে
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
বৃত্তিদান৯.৮৮ বিলিয়ন[১](২০১৯)
বাজেট১.৫১ বিলিয়ন[২] (২০২০-২১)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যফরিদ উদ্দিন আহমেদ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৬৬
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৭৭২ জন
শিক্ষার্থী১২,৫৯৬ জন
স্নাতক৬,৭২৬ জন
স্নাতকোত্তর১,৮৭০ জন
ঠিকানা
৩১১৪
শিক্ষাঙ্গনশহুরে
৩২০ একর
ভাষাইংরেজি ও বাংলা
পোশাকের রঙখয়েরি এবং ধূসর
         
সংক্ষিপ্ত নামশাবিপ্রবি, সাস্ট
ওয়েবসাইটwww.sust.edu
মানচিত্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়[৩] বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত দেশের ভৌত বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ৮ম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ক্রেডিট সিস্টেম গ্রহণকারী প্রথম বিশ্ববিদ্যালয়।

শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়[৪] বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মত সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি ১৯৯৬-৯৭ সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির (আমেরিকান সেমিস্টার পদ্ধতি) প্রবর্তন করে।[৩] এছাড়া বাংলাদেশের একমাত্র অনুসন্ধান ইঞ্জিন "পিপীলিকা" সেটিও এই বিশ্ববিদ্যালয়ের অবদান যা ২০১৩ সাল থেকে চালু হয়ে এপর্যন্ত সফল ভাবে তথ্য সেবা প্রদান করছে। এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন অলিম্পিয়াড সহ সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার সিলেট অঞ্চলের আয়োজন এই বিশ্ববিদ্যালয় করে থাকে। শাবিপ্রবির আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় মহিলা প্রোগ্রামিং প্রতিযোগিতা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ইত্যাদি। বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা মিলে এগুলোর সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করে থাকে।

ইতিহাস[সম্পাদনা]

'এক কিলো'; শাবিপ্রবির প্রবেশমুখের ১ কিলোমিটার রাস্তা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশে নেতৃত্ব স্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি ২৫শে আগস্ট ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদের অধীনে ২৮ টি ডিপার্টমেন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ সালে।[৫] এছাড়া সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয় খুব ভাল অবস্থান দখল করে আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত থাকছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতিচর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী।

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়। শতকরা ৭৫ ভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

ভর্তি কার্যক্রম[সম্পাদনা]

শাবিপ্রবিতে শিক্ষার্থীরা অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারে। শিক্ষার্থীরা জিএসটি ভর্তি পরীক্ষা দিয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে প্রায় ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।[৬] ভর্তি পরীক্ষা বিভিন্ন স্কুলে ভর্তি কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশে প্রথমবারের মত এসএমএস ভিত্তিক স্বয়ংক্রিয় ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি উদ্ভাবন করে।[তথ্যসূত্র প্রয়োজন] আগ্রহী শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে এ পদ্ধতির উদ্বোধন করেন।[৭][৮] এই উদ্ভাবনের জন্য, বিশ্ববিদ্যালয় ২০১০ সালে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় Ambillion পুরস্কার,[৯] E-Content এ জাতীয় পুরস্কার এবং উন্নয়নের জন্য আইসিটি পুরস্কার ২০১০ লাভ করেছে।[১০][১১]

অনুষদ এবং বিভাগসমূহ[সম্পাদনা]

একাডেমিক ভবন বি এর একটি দৃশ্য

শাবিপ্রবিতে ৬ টি অনুষদের অধীনে ২৭ টি বিভাগ রয়েছে। প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা অনুসারে ৬ টি অনুষদের অধীনে আরো একাধিক বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে দুটি ইন্সটিটিউট রয়েছে এবং ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের অধিনে সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

অনুষদ এবং বিভাগসমূহ
অনুষদের নামবিভাগসমূহআসন সংখ্যা
কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদবনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (FES)৫৫
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদস্থাপত্য (ARC)৩০
কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগ (CEP)৫০
পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগ (CEE)৫০
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)১০০
তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ (EEE)৫০
খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ (FET)৪০
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ (IPE)৫০
যন্ত্রকৌশল বিভাগ (MEE)৩৫
পেট্রোলিয়াম ও খনিপ্রকৌশল বিভাগ (PME)৩৫
জীব বিজ্ঞান অনুষদজৈবরসায়ন ও আণবিক জীববিদ্যা (BMB)৪০
জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল (GEB)৩৫
ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন অনুষদব্যবসায় প্রশাসন বিভাগ (BBA)৭৫
ভৌত বিজ্ঞান অনুষদরসায়ন বিভাগ (CHE)৬৫
জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ (GEE)৫০
গণিত বিভাগ (MAT)৮০
সমুদ্রবিজ্ঞান বিভাগ (OCG)৩০
পদার্থবিজ্ঞান বিভাগ (PHY)৬৫
পরিসংখ্যান বিভাগ (STA)৮০
সামাজিক বিজ্ঞান অনুষদনৃবিজ্ঞান বিভাগ (ANP)৬৬
বাংলা বিভাগ (BNG)৭১
অর্থনীতি বিভাগ (ECO)৬৬
ইংরেজি বিভাগ (ENG)৭১
পলিটিক্যাল স্টাডিজ (PSS)৬৬
লোকপ্রশাসন বিভাগ (PAD)৬৬
সমাজকর্ম বিভাগ (SCW)৬৬
সমাজবিজ্ঞান বিভাগ (SOC)৬৬
মোট অনুষদ: ৬ টিমোট বিভাগ: ২৭ টিমোট আসন সংখ্যা: ১,৫৫৩

চিকিৎসা বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

সংশ্লিষ্ট কলেজ[সম্পাদনা]

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের একটি দৃশ্য, শাবিপ্রবির সঙ্গে সম্বন্ধযুক্ত একটি কলেজ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ৩ টি বিভাগ নিয়ে গঠিত:

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
  • পুরকৌশল বিভাগ (CE)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ (EEE)

ইন্সটিটিউট[সম্পাদনা]

এটি বাংলাদেশের অন্যতম গবেষণাকারী প্রতিষ্ঠান। পদার্থ ও পরিসংখ্যান শাস্ত্রে গবেষণার পাশা-পাশি এতে রয়েছে কয়েকটি প্রসিদ্ধ ইন্সটিটিউটঃ

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট
  • স্থাপত্য গবেষণা কেন্দ্র
  • কম্পিউটার প্রকৌশল গবেষণা কেন্দ্র
  • পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্র
  • পরিসংখ্যান গবেষণা কেন্দ্র

সহযোগী বিশ্ববিদ্যালয়[সম্পাদনা]

সাস্টের সাথে নিম্নোক্ত বিশ্ববিদ্যালয় সমূহের একাডেমিক সহযোগিতা চুক্তি রয়েছে:

উপাচার্যবৃন্দ[সম্পাদনা]

নামদায়িত্ব গ্রহণদায়িত্ব হস্থান্তর
অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরী১ জুন ১৯৮৯৩১ মে ১৯৯৩
অধ্যাপক ড. সৈয়দ মুহিব উদ্দিন আহমেদ২৬ জুন ১৯৯৩২৫ জুন ১৯৯৭
অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান২০ জুলাই ১৯৯৭১৯ জুলাই ২০০১
অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন২০ জুলাই ২০০১২৫ ডিসেম্বর ২০০১
অধ্যাপক মো. শফিকুর রহমান৩ মার্চ ২০০২২৭ এপ্রিল ২০০৩
অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ২৮ এপ্রিল ২০০৩২২ অক্টোবর ২০০৬
অধ্যাপক মো. আমিনুল ইসলাম২৩ অক্টোবর ২০০৬২৪ ফেব্রুয়ারি ২০০৯
অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন২৬ ফেব্রুয়ারি ২০০৯২৫ ফেব্রুয়ারি ২০১৩
অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসসংযুক্ত দায়িত্ব, ২০ মার্চ ২০১৩২৭ জুলাই ২০১৩
অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূঁইয়া২৮ জুলাই ২০১৩২৭ জুলাই ২০১৭
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ২১ আগস্ট ২০১৭বর্তমান

শিক্ষাঙ্গন[সম্পাদনা]

৫টি একাডেমিক ভবন, ২টি প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় কেন্দ্র, কেন্দ্রীয় খেলার মাঠ, একটি মিলনায়তনসহ অনেকগুলো ভবন সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। বর্তমানে ২৫ টি বিভাগে প্রায় ৮ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। [১৩]

আবাসিক হলসমূহ[সম্পাদনা]

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের ৩টি মোট ছয়টি ছাত্রাবাস রয়েছে। এছাড়া শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি এবং আবাসিক সুবিধা। বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রাবাস শাহপরান হল। প্রতিটি হলের তত্ত্বাবধানে রয়েছেন একজন প্রভোস্ট। সাধারণত সিনিয়র শিক্ষকদের মধ্য হতে প্রভোস্ট নির্বাচন করা হয়। এটি দেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থী এবং স্টাফদের জন্য বিনামূল্যে সম্পূর্ণ ক্যাম্পাসে ওয়াই ফাই চালু করে।[৯]

সাস্টের শিক্ষার্থীদের জন্য ছয়টি আবাসিক হল রয়েছে :

  • শাহপরান ছাত্র হল
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হল
  • সৈয়দ মুজতবা আলী ছাত্র হল
  • জাহানারা ইমাম ছাত্রী হল
  • বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল
  • বেগম ফজিলেতুন্নেছা মুজিব ছাত্রী হল

ভাস্কর্য[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সিলেটের প্রথম মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্য চেতনা '৭১' (ভাস্কর্য)'। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০০৯ সালের ২৬ শে মার্চ চেতনা '৭১ নামে অস্থায়ী ভাস্কর্য নির্মাণ করেন। পরবর্তীতে স্থায়ী ভাস্কর্য নির্মাণ শুরু হয়। [১৪]

মেডিকেল সেন্টার[সম্পাদনা]

ক্যাফেটেরিয়া[সম্পাদনা]

সংগঠন[সম্পাদনা]

২০১৬ সালে মঞ্চায়িত একটি নাটকের দৃশ্য।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সংগঠন সহশিক্ষামূলক কাজে সক্রিয়; এখানে বছরের অধিকাংশ দিন বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা বা উৎসব অনুষ্ঠিত হয়, যেমনঃ চাকরি মেলা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, নাট্যোৎসব, স্কিলস হান্ট ইত্যাদি। এছাড়া বিভিন্ন অলিম্পিয়াডের আঞ্চলিক ও জাতীয় কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সুপরিচিত।

সাংবাদিক সংগঠন[সম্পাদনা]

  • শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

বিজ্ঞান বিষয়ক সংগঠন[সম্পাদনা]

  • সাস্ট সায়েন্স অ্যারেনা[১৫]
  • কোপার্নিকাস এস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অব সাস্ট (ক্যাম-সাস্ট)
  • বিজ্ঞান আন্দোলন মঞ্চ
  • বিজ্ঞানের জন্য ভালবাসা
  • বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
  • রোবো সাস্ট

পরিবেশ বিষয়ক সংগঠন[সম্পাদনা]

  • গ্রিন এক্সপ্লোরার সোসাইটি, পরিবেশ বিষয়ক সংগঠন

নাট্য সংগঠন[সম্পাদনা]

  • অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ
  • থিয়েটার সাস্ট
  • দিক থিয়েটার
  • আজ মুক্তমঞ্চ

চলচ্চিত্র বিষয়ক সংগঠন[সম্পাদনা]

  • চোখ ফিল্ম সোসাইটি

স্বেচ্ছাসেবী সংগঠন[সম্পাদনা]

  • স্টুডেন্ট এইড সাস্ট
  • স্বপ্নোত্থান
  • সঞ্চালন
  • কিন
  • শাবিপ্রবি বন্ধুসভা (প্রথম আলো)

অন্যান্য সংগঠন[সম্পাদনা]

  • সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি (সবিস)
  • সাস্ট ক্যারিয়ার ক্লাব
  • সাস্ট সাহিত্য সংসদ
  • শাহজালাল ইউনিভার্সিটি স্পীকার্স ক্লাব
  • ধূমপান ও মাদকবিরোধী সংগঠন
  • ধূমপান ও নিরকোটিন বিরোধী সংগঠন
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সাস্ট
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  • উদীচী
  • চারণ সাংস্কৃতিক কেন্দ্র
  • ক্যারিয়ার ডিজাইন সেন্টার
  • কার্টুন ফ্যাক্টরী
  • ধ্রুবতারা
  • এডুকেশন ওয়াচ
  • মাভৈ: আবৃত্তি সংসদ (আবৃত্তি বিষয়ক একমাত্র সংগঠন)
  • নোঙর
  • নিরাপদ সড়ক চাই
  • অন্বেশন
  • প্রমিসিং ইয়থ
  • রিম
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি অ্যাসেসিয়েশন (সুপা)
  • শিকড়
  • স্পোর্টস সাস্ট
  • সাস্ট লেখক ক্লাব
  • ইউসাব
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি
  • টুরিস্ট ক্লাব

উল্লেখযোগ্য ব্যক্তিত্ত্ব[সম্পাদনা]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.  উন্নয়নের জন্য ৯৮৮ কোটি টাকা পাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়। Dhaka Tribune। ৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2.  "SUST places 130.45 crore budget"। New Age
  3. ↑ ঝাঁপ দিন:  "Shahjalal University of Science & Technology"। www.sust.edu। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  4.  "Shahjalal University of Science & Technology"। www.sust.edu। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  5.  "Shahjalal University of Science & Technology"। www.sust.edu। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  6.  BanglaNews24.com। "bangla news and entertainment 24x7 - banglanews24.com"। banglanews24.com। ৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  7.  "Priyo.com"। Priyo.com। ২৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২
  8.  "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। bangladesh.gov.bd
  9. ↑ ঝাঁপ দিন:  "::: Star Weekend Magazine :::"। www.thedailystar.net। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  10.  "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২
  11.  "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২
  12.  "Shahjalal University of Science and Technology"। lu.se। ২৪ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২
  13.  "শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  14.  চেতনা ’৭১ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০১৯ তারিখে,মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৭-০৯-২০১১ খ্রিস্টাব্দ।
  15.  "শাবিপ্রবির বিজ্ঞানীরা চাহনিতে স্বপ্ন, চলনে আত্মবিশ্বাস"। দৈনিক যায়যায় দিন

Post a Comment

Previous Post Next Post